শিক্ষকদের বদলি নিয়ে আলোচনা হয়নি: মাউশি ডিজি
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির প্রক্রিয়া সময়োপযোগী করতে আয়োজিত কর্মশালায় বদলি নিয়ে কোনো আলোচনা হয়নি। বদলি অনেক জটিল প্রক্রিয়া।
মঙ্গলবার (১১ জুলাই) বিকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
আরও পড়ুন: এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের জন্য সুখবর আসছে
তিনি বলেন, আজকের কর্মশালায় বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে কোনো আলোচনা হয়নি। বদলির বিষয়টি অনেক জটিলতা। এমপিও নীতিমালাতেও এ বিষয়টি অস্পষ্ট। এ বিষয়ে মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে।
ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ বন্ধ রাখা হয়েছে। তাদের আবেদনের বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে অধ্যাপক নেহাল আহমেদ আরও বলেন, যারা আগে থেকেই এমপিওভুক্ত হিসেবে চাকরি করছেন তাদের আবেদনের সুযোগ বন্ধ করেছে মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয় কিছু না করলে আমাদেরও করার কিছু নেই।