ঢাবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে লুৎফর রহমান

  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সমিতির সহ-সভাপতি ও সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান। শনিবার (২৭ জুন) শিক্ষক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরী পরিষদের এক সভায় তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে গত বুধবার (২৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। ফলে সমিতির বর্তমান কমিটির সহ-সভাপতি অধ্যাপক লুৎফর রহমান তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন।

দায়িত্ব গ্রহণ করে অধ্যাপক লুৎফর রহমান বলেন, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে এ দায়িত্ব পালন করতে হবে এমনটির জন্য আমি আদৌ প্রস্তুত ছিলাম না। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সমিতির গঠনতন্ত্র এবং শিক্ষক সমিতির অতীত গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণে রেখে আমার দায়িত্ব পালন করতে পারি।

তিনি বলেন, আপনাদের যেকোনো পরামর্শ শিক্ষক সমিতি পরিচালনায় আমাকে সহযোগিতা করবে। আপনাদের সুস্থ ও সুদীর্ঘ জীবন কামনা করি। আর একদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষে পদার্পণ করবে। সকলকে এই উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা জানাই।


সর্বশেষ সংবাদ