ঢাবি সাবেক রেজিস্ট্রার সেলিম মারা গেছেন

  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাবেক রেজিস্ট্রার মুহাম্মদ সেলিম আর নেই। গতকাল রবিবার রাজধানীর একটি হাসপাতালে ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার মুহাম্মদ সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় উপাচার্য বলেন, মুহাম্মদ সেলিম বিশ্ববিদ্যালয়ের একজন দক্ষ, সৎ ও আদর্শবান কর্মকর্তা ছিলেন। তিনি ১৯৯৮ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি থেকে ২০০২ খ্রিষ্টাব্দের ২৯ ডিসেম্বর পর্যন্ত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ডে অবদানের জন্য তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


সর্বশেষ সংবাদ