ঢাবি ক্যাম্পাসের তিন কেন্দ্রে নেই বিএনপির এজেন্ট

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল সেন্টারের পাশে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল সেন্টারের পাশে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান  © টিডিসি ফটো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসি) ২১ নম্বর ওয়ার্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন সেন্টার থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল, উদয়ন স্কুল ও কার্জন হল কেন্দ্র থেকে ধানের শীষের পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয় ৷

আজ শনিবার সকালে ভোট শুরুর পর তাঁদের বের করে দেওয়া হয়। বিষয়টি মৌখিকভাবে প্রিসাইডিং কর্মকর্তাদের জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সমর্থকরা। তবে এ ব্যাপারে প্রিসাইডিং কর্মকর্তা ও ছাত্রলীগ নেতাকর্মীদের কারোর বক্তব্য পাওয়া যায়নি।

পরে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-সমর্থক শিক্ষকদের সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ নেতাকর্মীরা সকালে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার কাছে অভিযোগ জানান।

অধ্যাপক ওবায়দুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সকালেই উদয়ন, ইউল্যাব এবং কার্জন হল কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া হয়েছে। শুধুমাত্র এনেক্স ভবন কেন্দ্রে দুই এজেন্ট আছে। আমরা এর প্রতিবাদন জানালে আমাদেরকেও সরিয়ে দেয়া হয়েছে। কিছু করার নেই।’

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের ছাত্রদলের নেতা এ কে এন এম রাশেদ আল-আমীনের নেতৃত্বে কার্জন হল কেন্দ্রে যান ধানের শীষের প্রার্থীর চার পোলিং এজেন্ট।

আল-আমীন অভিযোগ করেছেন, ‘কেন্দ্রের ভেতর শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক নেতা ইব্রাহিম রাসেল কক্ষের বাইরে ডেকে নিয়ে বলেন, ‘পাঁচ মিনিটের মধ্যে কার্জন হল না ছাড়লে খবর আছে।’ তখন তারা ভয়ে বেরিয়ে যান বলে জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম জানান, সকালে ক্যাম্পাসের দুই ভোটকেন্দ্র থেকে আট জন এজেন্টকে বের করে দেওয়া হয় ৷

সকালে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটার উপস্থিতি হাতে গোনা। ছাত্রলীগের নেতারা কেন্দ্রগুলোর পাশে অস্থান নিয়ে আছেন। তবে বিএনপির কাউকে দেখা যায়নি।


সর্বশেষ সংবাদ