ফের জ্ঞান হারিয়েছে ফারাবী, আইসিইউতে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৩:৫৭ PM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৩:৫৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে হামলায় গুরুতর আহত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবীর শারীরিক অবস্থার আবারো অবনতি হয়েছে। তাকে আইসিইউতে নেয়া হয়েছে। বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন সাধারণ ছাত্র পরিষদের যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ তারেক রহমান।
মোহাম্মদ তারেক রহমান জানান, আহত ফারাবী সকালে চোখ খুললে ডাক্তাররা তাকে কেবিনে নেয়া হবে বলে জানান। কিন্তু ফারাবী আবার জ্ঞান হারিয়েছে। তাকে আইসিইউতে নেয়া হয়েছে। ফারাবীর মেডিকেল রিপোর্ট দেয়া হচ্ছে না জানিয়ে তিনি বলেন, আমরা বার বার ডাক্তারের কাছে মেডিকেল রিপোর্ট দেখতে চাচ্ছি। কিন্তু আমাদের মেডিকেল রিপোর্ট দেখানো হচ্ছে না।
এদিকে সোমবার সকালে সংগঠনটির নেতা রাশেদ খান জানান, ‘সকাল আটটার দিকে ফারাবী চোখ মেলেছিলেন। কিছুক্ষণ পর আবার চোখ বন্ধ করেন।’
প্রসঙ্গত, রোববার দুপুরে ডাকসু ভবনের নিজকক্ষে নুরের ওপর হামলা চালায় ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা-কর্মীরা। হামলায় ফারাবী মারাত্মক আহত হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। এ সময় নুরুলের সঙ্গে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩০ জনকে বেধড়ক মারধর করা হয়। তাঁদের কয়েকজনকে ডাকসু ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হয় বলে জানা গেছে। হামলায় আহতদের মধ্যে গতকাল রাত পর্যন্ত ১৪ জন হাসপাতালে ভর্তি ছিলেন।
এদিকে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, মুক্তিযুদ্ধ মঞ্চ ও ডাকসু ভিপি নুরুল হকের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মধ্যকার ধারাবাহিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। এর সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই।