টিএসসিতে মুখোমুখি ছাত্র অধিকার পরিষদ ও মুক্তিযুদ্ধ মঞ্চ

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মুখোমুখি অবস্থান নিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এবং মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।

আজ বুধবার দুপুরে পূর্ব ঘোষণা অনুযায়ী উভয় পক্ষা সেখানে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করতে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

এর আগে গতকাল ভারতীয় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে গিয়ে দু’দফা মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীরা।

পরে উভয় পক্ষই পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। সে অনুযায়ী, ১২টার দিকে উভয় পক্ষই রাজু ভাস্কর্য এলাকায় কর্মসূচি পালন করতে যান। এতে উত্তেজনা তৈরি হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। সহকারী প্রক্টর বদিরুজ্জামান রাজু ভাস্কর্য থেকে সবাইকে নেমে যাওয়ার আহবান জানান।

তবে উভয় পক্ষই রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্র অধিকার পরিষদ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেছেন। এতে দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত রয়েছেন।


সর্বশেষ সংবাদ