ভারতীয় শিক্ষার্থীদের সমর্থনে ঢাবিতে সংহতি কর্মসূচির ডাক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯, ১২:১৩ PM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ১২:১৩ PM
ভারতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে এবং তাদের প্রতি সংহতি জানিয়ে কর্মসূচির ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের আহবানে এ সংহতি কর্মসূচি পালন করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইভেন্ট খুলে এ সংহতি কর্মসূচির ডাক ডাক দেয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার রাজু ভাস্কর্যে কর্মসূচি পালন করা হবে। স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় নামে ফেসবুক গ্রুপের মাধ্যমে এ কর্মসূচির প্রচারণা চালানো হচ্ছে।
ইভেন্টের বিবরণে বলা হয়েছে, ‘জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় ও আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকল ছাত্র-জনতার আন্দোলনে সংহতি ও পুলিশী নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ!
পার্শ্ববর্তী দেশ ভারতের আসামের বিতর্কিত বর্ণবাদী ও সাম্প্রদায়িক জাতীয় নাগরিক পুঞ্জি (এনআরসি) এবং ১২ ডিসেম্বর পাশকৃত নাগরিকত্ব সংশোধন বিল (সিএবি)-এর বিরুদ্ধে চলমান আন্দোলনে ভারতের জনগণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। ক্ষমতাসীন বিজেপি সরকারের এই সাম্প্রদায়িক আইনের বিরুদ্ধে অবস্থান নেয় মুক্তিকামী ছাত্রজনতা।
কিন্তু সাম্প্রদায়িক বিজেপি সরকারের পুলিশ বাহিনী জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেক গত রবিবার বিকেলে ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর ব্যাপক লাঠিচার্জ এবং ধরপাকড় চালায়। এমনকি লাইব্রেরি ও শৌচাগারে ঢুকে শিক্ষার্থীদের লাঠিপেটা করে পুলিশী নিপীড়নে অন্তত ৩০ জন আহত হয়।
অপরদিকে, জামিয়া মিল্লিয়ায় এই নৃশংস হামলা ও ধরপাকড়ের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের প্রতি একাত্মতা পোষণ করে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় মিছিল বের করলে সেখানে পুলিশের লাঠিচার্জ ও হামলায় আহত হয় অন্তত ৬০ জন।
শিক্ষার্থীদের উপর এই পুলিশী নিপীড়ন ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করি।
২০১৮ সালের ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের সময় যখন ঢাকাসহ সারা দেশে পুলিশ ও সরকারি পেটুয়া বাহিনীর হামলা হয় তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের পক্ষে সংহতি জানিয়ে বিক্ষোভ কর্মসূচী করেছিলো।
বর্তমনে যাদবপুর, জামেয়া ও আলীগড়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর ভারতের ফ্যাসিবাদী সরকার হামলা চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সমগ্র ছাত্রসমাজকে ভারতের ছাত্র-জনতার পক্ষে সংহতি জানিয়ে পাশে দাঁড়ানো আহবান জানায়।’
বিক্ষোভের ডাক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের খোলা ফেসবুক ইভেন্টটি দেখতে এখানে ক্লিক করুন।