ঢাবি ‘খ’ ইউনিটে তৃতীয় বিশ্বময় শর্মা প্রমিত
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ০১:৩১ PM , আপডেট: ১৩ অক্টোবর ২০১৯, ০২:১৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবছর ‘খ’ ইউনিটে সমন্বিতভাবে পাসের হার মোট পরীক্ষার্থীর ২৩.৭২ শতাংশ।
ভর্তি পরীক্ষায় নৈর্ব্যক্তিক অংশে পাস করেছেন ১৮ হাজার ৫৮১ জন পরীক্ষার্থী। আর নৈর্ব্যক্তিক ও লিখিত অংশে সমন্বিতভাবে পাশ করেছেন ১০হাজার ১৮৮ জন পরীক্ষার্থী। অনুত্তীর্ণ হয়েছেন ৩২ হাজর ৭৬৬ জন।
প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর ‘খ’ ইউনিটে তৃতীয় হয়েছেন বিশ্বময় শর্মা প্রমিত। তার রোল নম্বর ৩৪৬৭২৪। সর্বমোট প্রাপ্ত নম্বর ১৭৭.৫০। তার পিতা বিজন চন্দ্র শর্মা এবং মাতা বিনিতা রাণী ভদ্রা।
প্রাপ্ত নম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ-র ভিত্তিতে ৮০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৮০। প্রমিত তারাকান্দার বঙ্গবন্ধু কলেজ থেকে এইচএসসি পাস করেন।
ঢাবি ‘খ’ ইউনিটে প্রথম আফরাজ আরশিয়ান
ঢাবি ‘খ’ ইউনিটে দ্বিতীয় নুরুন নাহার ঊর্মি
আজ বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২১ সেপ্টেম্বর।
ফল প্রকাশ শেষে জানানো হয়, পাস করা ১০ হাজার ১৮৮ জনের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে। মোট দুই হাজার ৩৭৮ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
উল্লেখ্য, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ বছর ‘খ’ ইউনিটে দুই হাজার ৩৭৮টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৪৫ হাজার ১৮জন।