ঢাবি ক্যাম্পাস পরিষ্কার অভিযানে জিএস রাব্বানী (ভিডিও)
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ আগস্ট ২০১৯, ০১:৪২ PM , আপডেট: ২৭ আগস্ট ২০১৯, ০২:১১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করার কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এতে অংশ নিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী। ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় ডাকসু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেট ডিপার্টমেন্টের উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয় বলে জানা গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচী পালন করা হয়। এ সময় গোলাম রাব্বানী বলেন, ‘পবিত্রতা ঈমানের অঙ্গ। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন। আমরা যদি নিজ উদ্যোগে আমাদের আশপাশের জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে পুরো বাংলাদেশ পরিচ্ছন্ন হয়ে যাবে। আমাদের ক্যম্পাসে, আমরিাই রাখব পরিষ্কার।’
তিনি বলেন, ‘সুস্থ সুন্দর জীবনযাপনে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। জাপানের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক-ছাত্র সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে। এতে সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। আমাদেরকেও এ অভ্যাস তৈরি করতে হবে।’
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুমুক্ত করতে ইতোমধ্যে ফগার মেশিন দিয়ে মশা নাশক ওষুধ ছিটানো ছাড়াও পুরো ক্যাম্পাসে পরিষ্কারের কার্যক্রম পাালন করছেন। এ সময় তিনি বলেন, ‘সিটি করপোরেশন থেকে ফগার মেশিন এনে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।’