ঢাবিতে এমফিলে ভর্তির আবেদন শুরু ১ সেপ্টেম্বর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ আগস্ট ২০১৯, ১১:২৪ AM , আপডেট: ২৩ আগস্ট ২০১৯, ০৩:৪৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে এমফিল প্রোগ্রামে ভর্তির আবেদনপত্র বিতরণ শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। রেজিস্ট্রারের অফিসের এমফিল ও পিএইচডি শাখার ৩২৩ নম্বর কক্ষ থেকে এ আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এসএসসি/সমমান পরীক্ষা থেকে স্নাতকোত্তর পর্যন্ত সব পরীক্ষা পাসের মূল নম্বরপত্র এবং টাকা জমার ব্যাংক রশিদ দেখিয়ে প্রার্থীকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ ইন্সটিটিউটের পরিচালকদের অফিসে আগামী ১ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি, ৫শ’ টাকা জমার ব্যাংক রশিদের ফটোকপি ও সম্প্রতি তোলা ১ (এক) কপি ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক বা বিভাগের চেয়ারম্যান বা ইন্সটিটিউটের পরিচালকের মাধ্যমে সত্যায়িত করে জমা দিতে হবে। পূর্ণাঙ্গ ও সঠিক তথ্য প্রদান না করলে ভর্তির আবেদন বা ভর্তি বাতিল বলে গণ্য হবে।
এমফিল প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীদের চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা তিন বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি অথবা দুই বছর মেয়াদি স্নাতক ও দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রিসহ স্নাতক পর্যায়ে এক বছরের শিক্ষকতা বা গবেষণা প্রতিষ্ঠানে এক বছরের চাকরি অথবা স্বীকৃত মানের জার্নালে একটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। প্রার্থীদের সব পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ বা শ্রেণিসহ ন্যূনতম ৫০ ভাগ নম্বর থাকতে হবে। সিজিপিএ নিয়মে মাধ্যমিক বা সমমান থেকে স্নাতক বা স্নাতকোত্তর পর্যন্ত সব পরীক্ষায় সিজিপিএ-৫ এর মধ্যে ৩.৫ অথবা সিজিপিএ-৪ এর মধ্যে ৩ থাকতে হবে।