ছাত্র ইউনিয়ন নেতাদের হত্যার হুমকি দিয়ে অজ্ঞাত চিঠি

  © সংগৃহীত

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিভিন্ন শাখার নেতাদের হত্যার হুমকি দিয়ে একটি অজ্ঞাতনামা চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে নেতৃবৃন্দকে অবিলম্বে ঢাবি ও জাবি ক্যাম্পাস ত্যাগ করতে বলা হয়, অন্যথায় তাদের হত্যা করা হবে এই মর্মে হুমকি দেওয়া হয়।

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহদী হাসান নোবেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ফয়েজউল্লাহ, ঢাকা মহানগর সংসদের সভাপতি জহরলাল রায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি নজির আমিন চৌধুরী জয়, ঢাকা জেলা সংসদের সভাপতি আরিফুল ইসলাম সাব্বিরকে চিঠি পাঠিয়ে এই হুমকি দেয়া হয়।

শুক্রবার ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদ অপূর্ব রায়ের পাঠানো এক বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে এধরণের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং হুমকিদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এছাড়া নেতৃবৃন্দের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।


সর্বশেষ সংবাদ