আগস্টের শুরুতে সমাধান চাই, নতুবা আন্দোলনে স্লোগান ধরব: রাব্বানী
- মোতাহার হোসেন, ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ জুলাই ২০১৯, ০৮:২৯ PM , আপডেট: ২৫ জুলাই ২০১৯, ০৯:১৬ PM
আগস্টের প্রথম সপ্তাহে সাত কলেজ সংকটের কার্যকরী কোন সমাধান না হলে আন্দোলনের স্লোগান ধরবেন ডাকসুর জিএস গোলাম রাব্বানী। অধিভুক্তি বাতিলসহ ৪ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি ও সংকট সমাধানে কার্যকরী প্রদক্ষেপ ও সঠিক সমাধান দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস (সাধারণ সম্পাদক) গোলাম রাব্বানী এই কথা বলেন।
আজ বৃহস্প্রতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাথে আন্দোলনকারীদেরর এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্যদের আহ্বানে কথা বলার জন্য আন্দোলনকারীদের পক্ষ হতে ৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ডাকসু কার্যালয়ে যায়। ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের মধ্যে ছিলেন নাহিদ, আসিফ, মুনা, আকরাম, জেবা আক্তার, তওহিদ তানজিম।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ৭ কলেজ সংকট সমাধান ও এর কার্যকরী পদক্ষেপ নিতে আন্দোলনকারীদের সাথে বৈঠক করে ডাকসু। এ সময় ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রব্বানী সাধারণ শিক্ষার্থীদের সকল দাবি শুনেন, এবং সাধারন শিক্ষার্থীদের আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে বলেন। যদি আগস্টের প্রথম সপ্তাহে মধ্যে এই সংকট সমাধান না হয় তাহলে ডাকসু এই আন্দোলনের নেতৃত্ব দিবে। গোলাম রব্বানী এ কথাও বলেন যে, আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে ৭ কলেজ সমস্যা সমাধান না হলে ডাকসুর জিএস গোলাম রাব্বানী নিজেই এই আন্দোলনের স্লোগান দেবেন।
এ বিষয়ে জানতে চাইলে আন্দোলনকারীদের পক্ষে ডাকসুতে যাওয়া প্রতিনিধি দলের নাহিদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৭ কলেজ সমস্যা সমাধানের জন্য ডাকসু আমাদের ডেকেছিলেন। আমরা ছয় সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ডাকসুতে গিয়েছিলাম। তখন রব্বানী ভাই আমাদের আশ্বস্ত করেছেন এবং আমাদের আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। যদি আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হয় তাহলে এই আন্দোলনের নেতৃত্ব দিবে ডাকসু। এ আন্দোলনের স্লোগান ধরবে গোলাম রাব্বানী ভাই নিজেই।
এসময় ডাকসুতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ভিপি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক জিএস গোলাম রাব্বানী, ডাকসু সদস্য ও সিনিয়র সদস্য তিলোত্তমা শিকদারসহ আরো অনেক ডাকসুর প্রতিনিধিরা।