আন্দোলনকারীদের সাথে ডাকসু নেতাদের বৈঠক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ বাতিল আন্দোলনের নেতাদের সাথে বৈঠক করেছে ডাকসুর নেতারা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ডাকসুতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযোদ্ধ বিষয়ক সাদ বিন কাদের চৌধুরী, সদস্য তিলোত্তমা শিকদারসহ বেশ কয়েকজন ডাকসু নেতা উপস্থিত ছিলেন। অন্যদিক আন্দোলনকারীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকরাম হোসেন, নাহিদ ইসলাম, ভাষা বিজ্ঞান বিভাগের আশিক, এমএসআই বিভাগের জেবা প্রমূখ।

বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে ডাকসু নেতারা শিক্ষার্থীদের সাত কলেজ বাতিল আন্দোলনের দাবিদাওয়া সরকারের উচ্চ পর্যায়ে উপস্থাপন করার আশ্বাস দিয়েছেন।

এতে ডাকসুর জিএস গোলাম রাব্বানী আগামী আগস্টের মধ্যে দাবি আদায় না হলে তিনি নিজে মাইক হাতে আন্দোলনে নেতৃত্ব দেয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি সাত কলেজ বাতিল করার শিক্ষার্থীদের রূপরেখা ডাকসুর কাছে তুলে দেয়ার আহ্বান জানানো হয়। এ রূপরেখা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠন করা ১১ সদস্যদের কমিটির মিটিংয়ে তুলে ধরার আশ্বাস দেয়া হয়।

বৈঠকে উপস্থিত আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক সমাজবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, ডাকসুর নেতারা আমাদের অধিভুক্তি বাতিলের যৌক্তিক দাবি সরকারের কাছে তুলে ধরার আশ্বাস দিয়েছেন। তারা বলেছেন আগামী আগস্টে শিক্ষামন্ত্রীর সাথে তাদের মিটিং আছে ওখানে সাত কলেজ বাতিলের সিদ্ধান্তের বিষয়ে তারা দাবি জানাবেন।

 

 


সর্বশেষ সংবাদ