সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবো কোথা!
- ফারুক হাসান
- প্রকাশ: ০৪ জুলাই ২০১৯, ০৩:২৪ PM , আপডেট: ০৪ জুলাই ২০১৯, ০৩:২৪ PM
এই প্রবাদটি এখন যেনো বাংলাদেশের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে৷ আমাদের সমাজে আজকে সর্বাঙ্গে ব্যথা। এমন কোন সেক্টর নেই যেটা আজ স্বচ্ছ ভাবে চলছে। প্রত্যেকটি সেক্টর আজ অন্যায় অনিয়ম আর অপশাসনের করালগ্রাসে নিমজ্জিত।
কেউ এই অন্যায় অনিয়ম আর অপশাসনের বিরুদ্ধে সাহস করে কথা বললেই তাদের কপালে নেমে আসে নির্যাতনের খড়গ। আজকে সরকারি থেকে বেসরকারি, উপর লেভেল থেকে নিচু লেভেল, বিমান থেকে ট্রেন, বাস থেকে লঞ্চ, টার্মিনাল থেকে সচিবালয়, সংসদ ভবন থেকে স্কুল ভবন, রাজনৈতিক কার্যালয় থেকে বাসভবন সব জায়গায় দুর্নীতি আর অপশাসন চলছে।
শিক্ষাঙ্গনে আজ সন্ত্রাস, হাসপাতাল গুলোতে চলছে অলিখিত চিকিৎসক বিরতি, সরকারী অফিস গুলো ঘুষ আর দুর্নীতির বাজার, সরকারি আমলারা টাকার সমুদ্রে পরিণত হয়েছে, মানুষের নিরাপত্তা শূন্যে কোঠায়, দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী, নারীদের কোন নিরাপত্তা নেই, দেশের শিক্ষালয় গুলোর মান নিম্নমুখী, কৃষক শ্রমিক শ্রেণীর অবস্থা নাজুক। এরকম বলতে গেলে দিনরাত পার হয়ে যাবে কিন্তু লেখা আর শেষ হবে না।
এখন আসি আসল কথায়, যেহেতু আমাদের সর্বাঙ্গে ব্যথা তাহলে কি আমরা কোথাও ওষুধ দিবো না?
আমাদের অবশ্যই কোন এক জায়গায় ওষুধ দিয়ে রোগ নিরাময়ের কাজ শুরু করতে হবে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেহেতু অনিয়ম আর অপশাসন, সো আমাদের কোন একটা অনিয়ম এবং অপশাসনের বিরুদ্ধে সাহস নিয়ে কথা বলতে শুরু করতে হবে। ভয়ে চুপসে থাকলে শুধু আপনি ই হারবেন না, হেরে যাবে পুরো বাংলাদেশ। সুতরাং, সাহস করে একবার কথা বলুন দেখবেন আপনার পাশে লক্ষ কোটি জনতা দাড়িয়ে যাবে।
আসুন অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলি। "আর নয় অপশাসন, আমরা প্রতিষ্ঠা করবো সুশাসন"।
লেখক: যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।