হলের সব শিক্ষার্থীর ‘অনলাইন ডাটাবেজ’ চান নুর
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৭ জুন ২০১৯, ০৫:৩২ PM , আপডেট: ২৭ জুন ২০১৯, ০৫:৪৩ PM
প্রথম বর্ষ থেকেই মেধা ও প্রয়োজনীতার ভিত্তিতে হলে সিট দেয়ার দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর। আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে বক্তব্য দেয়ার সময় এ দাবি জানান তিনি।
নুরুল হক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে কোন রুমে কোন শিক্ষার্থী থাকে; তার অনলাইন ডাটাবেজ থাকতে হবে এবং হলগুলো থেকে অছাত্র ও বহিরাগতদের অতিদ্রুত রেইড দিয়ে বের করতে হবে। তিনি বলেন, এ বছর থেকেই প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে মেধা ও প্রয়োজনীতার ভিত্তিতে সীট দিতে হবে কেননা প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিরূপ ও নতুন পরিবেশে খাপ খাওয়াতে পারে না।
ভিপি নুর আরো বলেন, শুধু বিজয় একাত্তর হল ছাড়া বাকি সব হল চালায় ক্ষমতাসীনদলের ছাত্র সংগঠন ছাত্রলীগ। বিজয় একত্তর হল ব্যতীত অন্যান্য প্রাধ্যক্ষ যারা আছে; তারা যদি নিজেদের হল কন্ট্রোল করতে না পারে তাহলে তাদের পদত্যাগ করতে আহ্বান জানান তিনি।