তরুণ সমাজ প্রতিবাদী প্রশ্ন করুক— এটি শেখ হাসিনা চান

  © সংগৃহীত

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ সমাজ প্রতিবাদী প্রশ্ন করুক এমনটা চায় বলে মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান। ছাত্রদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তোমরা শাহবাগ মোড়ে আসো, প্রতিবাদ করো। যদি সেটা সঠিক ও পরিশীলিত ভাষায় হয় তাহলে আমরা গ্যারান্টি দিচ্ছি আমরা সেটা গ্রহণ করবো।’

শনিবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে সেন্টার ফর বাজেট এন্ড পলিসি এবং রিডিং ক্লাব ট্রাস্টের যৌথ আয়োজনে ‘প্রাক-বাজেট আলোচনা: ২০১৯-২০ অর্থবছর’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সেমিনারটির মূল প্রতিপাদ্য ছিল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উচ্চশিক্ষায় বাজেট।

এসময় পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমরা কোনো বিপ্লবী সরকার নই, আমরা একটি আপসকামী গণতান্ত্রিক সরকার। সকলকে সঙ্গে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। সামাজিক বিবর্তনের বাইরে আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই বলেও মন্তব্য করেন তিনি।

সেমিনারে সেন্টার ফর বাজেট এন্ড পলিসি’র সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. সাদেকা হালিম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান ও সেন্টার ফর বাজেট এন্ড পলিসি'র পরিচালক অধ্যাপক ড. এম আবু ইউসুফ। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি সর্বস্তরে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে উচ্চশিক্ষা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


সর্বশেষ সংবাদ