শতবার্ষিকী উদযাপনে প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ মে ২০১৯, ০৪:৩৫ PM , আপডেট: ১৫ মে ২০১৯, ০৫:০৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব উদযাপন উপলক্ষে গঠিত বিভিন্ন উপ-কমিটির এক প্রস্তুতি সভা আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে এ সভার আয়োজন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, অধ্যাপক ড. লুৎফর রহমান, অধ্যাপক ডা. এ কে আজাদ খান, সিনেট সদস্য রামেন্দু মজুমদার, আইসিটি সেল-এর পরিচালক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব উদযাপন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এসময় ‘রাষ্ট্র বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক স্মারক গ্রন্থ, ‘সেন্টিনারি ভলিউম’ শীর্ষক জার্নাল ও কনভোকেশন বক্তৃতা নিয়ে ভলিউম প্রকাশ, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস’ শীর্ষক গ্রন্থ’ রচনা, সপ্তাহ ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদেশে প্রতিষ্ঠিত ও খ্যাতিমান প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে সম্মেলন আয়োজন, শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয় তহবিল গঠন, ল্যান্ডমার্ক টাওয়ার নির্মাণ, বুকশপ প্রতিষ্ঠাসহ বিভিন্ন কর্মসূচি পর্যালোচনা করা হয় এবং এসব কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটির কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।