বিশেষ পরীক্ষা নিয়ে ৭ কলেজের সমস্যা দূর করা হবে: ঢাবি ভিসি

বিশেষ পরীক্ষার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের উদ্ভুত সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। তিনি বলেছেন, বিশেষ পরীক্ষা নিয়ে দ্রুত সমস্যার সমাধান করা হবে। সাত কলেজের একাডেমিক ক্যালেন্ডার সাত দিনের মধ্যে তৈরি করা হবে বলেও জানান তিনি।

রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করেন ঢাবি উপাচার্য। সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাত কলেজ সমস্যা সমাধানে বিশেষ বিশেষ পরীক্ষা নিয়ের কথা জানান ঢাবি উপাচার্য।

এর আগে ২৩ এপ্রিল ঢাকা কলেজের সামনে মানববন্ধন থেকে ৫ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের নানা সমস্যা সমাধানের দাবিতে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, শুধুমাত্র পরীক্ষা নেয়া ও খাতা মূল্যায়ন ছাড়া শিক্ষাব্যবস্থার উন্নয়নে কোন ব্যবস্থা নেয় না ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে বিপর্যয়ের মুখে পড়ছে কলেজগুলোর শিক্ষা কার্যক্রম।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকে নানা অনিয়মের প্রতিবাদে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।

সাত কলেজের শিক্ষার্থীদের দাবি সমূহের মধ্যে রয়েছে:

১. পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফলাফল প্রকাশসহ একটি বর্ষের সকল বিভাগের ফলাফল একত্রে প্রকাশ করতে হবে।
২. ডিগ্রী, অনার্স, মাস্টার্স সকল বর্ষের ফলাফল গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতার পুনঃমূল্যায়ন করতে হবে ।
৩. সাত কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন করতে হবে। 
৪. প্রতিমাসে প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রতি কলেজে দুইদিন করে সর্বমোট ১৪ দিন ঢাবির শিক্ষকদের ক্লাস নিতে হবে।
৫. সেশনজট নিরসনের লক্ষ্যে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্লাস প্রোগ্রাম চালু করতে হবে।


সর্বশেষ সংবাদ