ঢাবি অ্যালামনাইয়ের নতুন নেতৃত্বে আজাদ-রঞ্জন কর্মকার
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৯, ০৮:০৯ PM , আপডেট: ২৭ এপ্রিল ২০১৯, ১০:২৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। সংগঠনটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক চেয়ারম্যান এ কে আজাদ ও মহাসচিব হয়েছেন রঞ্জন কর্মকার।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও বৈশাখী আড্ডা শেষে নতুন কমিটির অভিষেক হয়। তিন বছরের (২০১৯-২১) জন্য গঠিত কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার, শাইখ সিরাজ, আনোয়ার-উল-আলম চৌধুরী, কোষাধ্যক্ষ দেওয়ান রাশিদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক মুকুল, সুভাশ চন্দ্র সিংহ রায়, সাংগঠনিক সম্পাদক আফজালুর রহমান বাবু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ড. মাহবুবা নাসরীন, শিক্ষা ও লাইব্রেরি সম্পাদক মুহাম্মদ আব্দুর রশিদ, প্রচার ও জনসংযোগ সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া হাসিনা ও দপ্তর সম্পাদক শরিফুর রহমান। এ ছাড়া কমিটিতে কার্যনির্বাহী কমিটিরা সদস্য রয়েছেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
উপাচার্য বলেন, আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে সারা দেশে যতগুলো ডিজিটাল লাইব্রেরী আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী। আপনাদের মধ্যে একজন বলেছেন, ১৯৬৫-৬৬ সালে নির্মিত লাইব্রেরীটি ২০১৯-২০ সালে এসে কোন ক্রমে বিপুল সংখ্যক শিক্ষার্থীর চাহিদা পূরণে সংকলন হচ্ছে না। আমরা সেই দিকটি বিবেচনা রেখে আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি।
তিনি বলেন, বর্তমান লাইব্রেরীর ভবন একটি হ্যারেটিজ ভবন সেই হ্যারেটিজ ভবনটি অক্ষত রেখে আমাদের বহুতল ভবন নির্মানের পরিকল্পনা আছে। তিনি আরো বলেন, আপনারা সবাই বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ভাবছেন। আপনাদের মধ্যে আছে শক্তিশালী মুল্যবোধ। যে মূল্যবোধের বিকল্প আর নেই। আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যা শিখিয়েছে সেটা আপনারা এখনও লালন করছেন। ইতিহাস পর্যালোচনা করে দেখবেন যে বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই যত বেশি শক্তিশালী সে বিশ্ববিদ্যালয় তত উন্নত। আমরা সে দিকে হাটচ্ছি।