ঢাকা বিশ্ববিদ্যালয়
অফিসার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ধর্মঘট রবিবার
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ এপ্রিল ২০১৯, ০৬:০২ PM , আপডেট: ২৫ এপ্রিল ২০১৯, ০৬:০৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার। সম্প্রতি তিনি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন কর্তৃক হেনস্তার শিকার হয়েছেন। আসিফের হেনস্তার প্রতিবাদে অবস্থান ধর্মঘট আহবান করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আগামী রবিবার বিকাল ৩টায় রাজু ভাস্কর্যের পাদদেশে এই অবস্থান ধর্মঘট পালিত হবে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী বলেন, আসিফ ভাই ছাত্র সাধারণ ছাত্রদের জন্যে কাজ করেন। তিনি সেদিন টিএসসির গেইট খোলা রাখা নিয়ে অসিফার্স অ্যাসোসিয়েশনের কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন। তাই আমরা এর প্রতিবাদে আগামী রবিবার অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডাকসু সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদারের বিরুদ্ধে অশোভন আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগপত্র দিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন। আসিফ তালুকদার অফিসার্স এসোসিয়েশনের এমন অভিযোগে বিস্ময় প্রকাশ করে এ অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে অবহিত করেন।
এ ব্যাপারে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তারা কেন আমার বিরুদ্ধে এমন একটা মিথ্যা ও বানোয়াট অভিযোগ করলেন আমি ঠিক জানি না।
তিনি বলেন, আমি শিক্ষার্থীদের কাছে টিএসসি সবসময় খোলা রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। অফিসার্স এসোসিয়েশনের অনুষ্ঠানের দিন তাদের পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল তাদের অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য। উত্তরে আমি বললাম ঠিক আছে, আপনারা শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইডি কার্ড দেখে ভিতরে প্রবেশ করাবেন। যাতে তারা ওয়াশরুমে বা অন্যান্য প্রয়োজনে যেতে পারে। এসময় এসোসিয়েশনের কর্মকর্তারা এটা মেনেও নেন। কিন্তু পরবর্তীতে তারা আমার কথা রাখেননি। তারা টিএসসির গেইট পুরোপুরি বন্ধ করে দেন এবং কোনো শিক্ষার্থীকে ঢুকতে দেননি। তখন শিক্ষার্থীরা আমাকে বারবার ফোন করে অভিযোগ করা শুরু করে। আমি তাদের প্রতিশ্রুতি দেয়ার পরও গেইট বন্ধ কেন? তখন আমি গিয়ে তাদের গেইট খুলে দিতে অনুরোধ করি।
আসিফ তালুকদার আরও বলেন, আমি শিক্ষার্থীদের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো। শিক্ষার্থীদের অধিকারের জায়গায় আমি কাউকে এক চুলও ছাড় দেবো না।