ভর্তি জালিয়াতদের বহিষ্কার করতে ডাকসু নেতাদের স্মারকলিপি
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২১ এপ্রিল ২০১৯, ০৭:৩০ PM , আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ০৭:৫০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জালিয়াতি করে ভর্তি হওয়া শিক্ষার্থী ও তাদের সহযোগীদের আজীবন বহিষ্কারের দাবিতে স্মারকলিপি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও এজিএম সাদ্দাস হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন তারা।
স্মারকলিপি প্রদানকারী সাধারণ ছাত্র আসিফ মাহমুদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা ভর্তি জালিয়াতির বহিষ্কারের দাবিতে ডাকসুর ভিপি নুরুল হক নুর ও এজিএস সাদ্দাম ভাইয়ের কাছে স্মারকলিপি জমা দিয়েছি। তারা বলছেন, ভর্তি জালিয়াতদের বহিষ্কার করতে প্রশাসনকে সুপারিশ করবেন।
এ ব্যাপারে ডাকসুর ভিপি নুরুল হক নুর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা (কোটা সংস্কার আন্দোলনকারী) সহ অনেক ছাত্র সংগঠনের ইস্তাহারে জালিয়াতের বিষয়টি ছিল। আমি ভর্তি জালিয়াতির বিষয়ে ভিসি স্যারের সাথে কথা বলেছি। এ বিষয়ে সিআইডি তদন্ত করেছে। সংস্থাটি রিপোর্ট দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
যেসব সাধারণ শিক্ষার্থী এর বিরুদ্ধে কর্মসূচি নিচ্ছে এবং আমাদের স্মারকলিপি দিয়েছে তাদের সাধুবাদ জানায় ভিপি নুর।
এজিএস সাদ্দাম হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা ইতোমধ্যে প্রশাসনকে জানিয়েছি। যারা জালিয়াতের সাথে সম্পৃক্ত, জালিয়াতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। এছাড়া আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, এ ভর্তি জালিয়াতির পিছনে যারা পৃষ্টপোষকতা করছে তাদের খুঁজে বের করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তদন্ত সেলকে কাজে করতে হবে। এছাড়া এর পিছনে যারা রাজনৈতিক আশ্রয়ে রয়েছে তাদের খুঁজে বের করে পরো মাফিয়াটা ভেঙ্গে দিতে হবে। সিআইডি রিপোর্ট দেওয়ার সাথে সাথে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলটিমেটাম দেবো যাতে এই নিদিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হয়