প্রধানমন্ত্রীর সাহায্য পেতে ঢাবি প্রশাসনের প্রতি আহবান ডাকসু সংস্কৃতি সম্পাদকের

ডাকসুর সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার
ডাকসুর সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অসুস্থ শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর সাহায্য সংগ্রহ করে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন ডাকসুর সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার।

রবিরার সকালে তিনি এ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্টাটাসে লিখেন, মাননীয় প্রধানমন্ত্রী একজন অনন্য মানবিক মানুষ। দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে যে কোন পর্যায়ে মুমূর্ষু মানুষের চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আর্থিক সহায়তা করে অসংখ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই শিক্ষার্থীর চিকিৎসার আর্থিক সহায়তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতে পারে। একজন অসুস্থ শিক্ষার্থী কিংবা তার পরিবারের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর সাহায্যের আবেদন পৌঁছানো যতোটা কঠিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য ততোটা সহজ।

আসিফ তালুকদার এ সম্পর্কে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হচ্ছে। আমাদের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের নানাভাবে সাহায্য করছেন। কিন্তু উনার কাছে যাওয়া ততটা সহজ নয় যতটা সহজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের।

বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে প্রধানমন্ত্রীর সাহায্য পেতে তাদের সাহায্য করতে পারে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহবান জানাব, প্রধানমন্ত্রীর সাহায্য সহজে পেতে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন অসুস্থ শিক্ষার্থীদের পাশে থাকে।


সর্বশেষ সংবাদ