মামার চিকিৎসার জন্য ক্যাম্পাসে ঢাবি ছাত্রীর খাবার বিক্রি

টিএসসিতে খাবারের স্টল
টিএসসিতে খাবারের স্টল  © টিডিসি ফটো

মামার অপারেশনের টাকা জোগাড় করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির গেইটে ভ্রাম্যমাণ খাবারের দোকান বসিয়েছেন ঢাবি ছাত্রী ফারজানা সুলতানা। তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিটের চতুর্থ বর্ষের পড়ছেন।

শুক্রবার সরেজমিন গিয়ে দেখা যায়, টিএসসির প্রবেশপথের ডানে ছোট একটি স্টল নিয়ে বসে আছেন এ শিক্ষার্থী। সেখানে তিনি পায়েস, ভাত, মুরগী, মাছ ভাজা, মাছের ডিম, বেগুন ভাজা, আম ডাল, কুমড়ো ভাজা, টমেটো ভর্তা, পটল ভর্তা, সিম ভর্তা, ঢেঁড়স ভর্তাসহ হরেক রকমের বাঙালি ঐতিহ্যবাহী খাবার বিক্রি করছেন।

ফারজানার সাথে কথা বলে জানা যায়, তার মামা আবু মুসা পেশায় একজন রিক্সা চালক। এক সপ্তাহ আগে তার হার্টে ব্লক ধরা পড়ে। যার জন্য প্রায় আড়াই লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু তিনি আত্মসম্মাবোধের কারণে নিজের জীবন বাঁচানোর জন্য মানুষের কাছে টাকা চাইতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ‘আমি মরে গেলে আমার ছেলে-মেয়েকে তোমরা দেখো, ‘মানুষের কাছে টাকা চেয়ো না।’

ফারজানা এ ব্যাপারে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ মহৎ মনের মানুষটি আমার মামা। তার এ বিপদে যদি আমরা এগিয়ে না আসি। তাহলে সেটা হবে চরম অমানবিকতা। তার আদর্শের প্রতি সম্মান জানিয়ে আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাহায্য না চেয়ে এখানে খাবার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আগামী মঙ্গলবার পর্যন্ত খাবার বিক্রি করবেন বলে জানিয়েছেন।

ফারজানার বান্ধবী রাবেয়া আক্তার মিম এ ব্যাপারে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা ওকে অনেক বুঝিয়েছি স্ট্রিট ডোনেশন কালেক্ট করার জন্য। কিন্তু তিনি তা করতে নিষেধ করেন। সে জন্য সিদ্ধান্ত নিয়েছি এখানে খাবার বিক্রি করেই মামার অপারেশন করবো।

তিনি আরও জানান, এগুলো বিক্রি করে আসলে এতো টাকা জোগাড় করা অসম্ভব। তাই তিনি সকলের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান।

তার মামা বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমইউ) চিকিৎসাধীন আছেন। ফারজানার মামাকে সাহায্য করতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির গেইটে এসে তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা বিকাশ করতে পারেন ০১৭৩৯৮৯৩৫০৪ এবং রকেট ০১৫২১৩১৯১০৯৫ নাম্বারে।

আরো দেখুন: আগুন দেয়ার আগ মুহূর্তেও যৌনতার দায় ছিল নুসরাতের!


সর্বশেষ সংবাদ