ঢাবিতে সার্ক ও রে মাছের সার্বিক অবস্থা ও সংরক্ষণ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯, ০৬:১৬ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০৬:৩১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি ও প্রাণিবিদ্যা বিভাগ যৌথভাবে ন্যাচার করজারভেশন সোসাইটির সহযোগিতায় ‘ডিসকভারিং এন্ড প্রটেকটিং থ্রেটেন্ড সার্ক এন্ড রয়স ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ঢাবির প্রাণিবিদ্যা বিভাগে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শাফিউল আলম চৌধুরী, প্রধান বন সংরক্ষক, বাংলাদেশ বন বিভাগ এবং বিশেষ অতিথি হিসাবে মোঃ মনোয়ার হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ মৎস্য অধিদপ্তর; মোঃ জাহিদুল কবির, কনজারভেটর অব ফরেস্ট, বাংলাদেশ বন বিভাগ এবং প্রফেসর হুমায়ুন রেজা খান, চেয়ারম্যান, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় উপস্থিত ছিলেন। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ড. গুলশান আরা লতিফা।
এতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক, ড. তপন কুমার দে এবং মূল বক্তব্য রাখেন, এলিজাবেথ ফাহরনি মানসুর, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি।
সেমিনারে বাংলাদেশের সার্ক ও রে মাছের সার্বিক অবস্থা ও সংরক্ষণের গুরুত্ব আলোচনা করা হয়। প্রাণিবিজ্ঞান সমিতির সহ-সভাপতি মানমাথ নাথ সরকার সার্ক ও রে মাছের সংরক্ষণের বিভিন্ন উপায়াদি ও আইনগত বিষয় নিয়ে এবং প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আলিফা বিন্তে হক সার্ক ও রে মাছের জাতীয় ও আন্তর্জাতিক ব্যবসা নিয়ে আলোচনা করেন। উপস্থাপনা শেষে দীর্ঘ ও প্রাণবন্ত আলোচনায় বাংলাদেশে সার্ক ও রে মাছ রক্ষার বিভিন্ন সুপারিশসমূহ উঠে আসে। বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এদের সংরক্ষণ ও ব্যবস্থাপনার কর্ম পরিকল্পনার উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়। সার্ক ও রে মাছের গবেষণালব্ধ ও টেকসই সংরক্ষণের জন্য অধিকতর গবেষণার প্রয়োজন উপলব্ধি করা হয় এবং জেলে সমাজের জীবিকানির্বাহের উপায় ও নির্ভরতা নিরূপণ করে নীতি নির্ধারণ করার সুপারিশ উল্লেখ করেন বক্তারা।