সেই কাওসারের দুই শিশুর জন্য ৯ লাখ টাকা দিল ঢাবি শিক্ষার্থীরা

চকবাজারে অগ্নিকান্ডের ঘটনায় নিহত ঢাবি ছাত্র কাউসার আহমেদের পরিবারের কাছে টাকা হস্তান্তরের সময়
চকবাজারে অগ্নিকান্ডের ঘটনায় নিহত ঢাবি ছাত্র কাউসার আহমেদের পরিবারের কাছে টাকা হস্তান্তরের সময়  © টিডিসি ফটো

রাজধানী চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী কাওসার আহমেদের জমজ শিশুর জন্য সংগৃহীত ৯ লক্ষ টাকা (১ লক্ষ নগদ এবং ৮লক্ষ এফডিআর) তার স্ত্রীর কাছে রবিবার হস্তান্তর করা হয়েছে। দুপুর দেড়টার দিকে ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আলী আক্কাসের উপস্থিতিতে টাকা হস্তান্তর করা হয়।

অধ্যাপক শিবলী রুবায়াতুল ইসলাম বলেন, যদিও আমরা কাওসারকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু ঢাবির সকল শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও ছাত্রনেতারা সবসময় তার পরিবারের দেখাশোনা করবেন। কাওসারের রেখে যাওয়া দুই সন্তানের শিক্ষা ও জীবনযাপনে যেন কোনো অসুবিধা না হয় সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় পাশে থাকবে বলেও জানান তিনি।

চকবাজারে অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় নিহত কাওসারের দুই জমজ সন্তান ও পরিবারকে সহযোগিতা করার জন্য ‘ফান্ড ফর টুইনস’ নামক ফেসবুক গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন, বিভাগ এবং ব্যক্তিগত তহবিল সংগ্রহ করে। তহবিলগুলো ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’র মাধ্যমে একত্রিত করে নিহত কাওসারের সন্তানদের নামে ব্যাংকে ফিক্স ডিপোজিট করার সিদ্ধান্ত নেয়। এছাড়াও ঢাবি সাবেক শিক্ষার্থী হাবিবুর রহমান জুয়েল কাওসারের সন্তানদের জন্য প্রতিমাসে ১৫ হাজার টাকা করে সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছিলেন।

গত ২১ ফেব্রুয়ারি রাতে চকবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাওসার নিহত হওয়ার পরদিন থেকে অর্থ সংগ্রহ শুরু করে সংগঠনগুলো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ফেসবুক গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’র উদ্যোগে অর্থ সংগ্রহ শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এতে সহযোগিতা করে।

নিহত কাওসারের পরিবারের কাছে টাকা হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেনসহ অন্যান্য ডাকসু নেতারা।


সর্বশেষ সংবাদ