ঢাবির এফআর হলে পহেলা বৈশাখে খাওয়ানো হবে পান্তা-ইলিশ!

এবার পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের সকল শিক্ষার্থীদের পান্তা ইলিশ খাওয়ানো হবে। এছাড়া ওইদিন যথারীতি দুপুরের খাবারও খাওয়ানো হবে। হল ছাত্র সংসদের দ্বিতীয় অধিবেশনে এ প্রস্তাব করেন এফআর হলের সমাজসেবা সম্পাদক তানজিন আল আমিন।

শনিবার বিকেলে তিনি তার ফেসবুকে এ সম্পর্কে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি বলেছেন, ‘আগামী পহেলা বৈশাখে সকালে হলের সকল শিক্ষার্থীদের পান্তা ইলিশ খাওয়ানো হবে এবং দুপুরে যথারীতি দুপুরের ভারি খাবার খাওয়ানো হবে। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে! এর আগে কোন বৈশাখে পান্তা-ইলিশ’র আলাদা কোন ব্যবস্থা ছিলোনা।

আজ রোববার দুপুরে পান্তা ইলিশের বিষয়টি নিশ্চিত করেছেন স্যার এ এফ রহমান হল সংসদের সমাজসেবা সম্পাদক তানজিন আল আমিন। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘হল সংসদের দ্বিতীয় অধিবেশনে এটি আমার প্রস্তাব ছিল। এটি সর্ব সম্মতিক্রমে গৃহিত হয়েছে। আমরা হল প্রভোস্টের সাথে এ বিষয়টি নিয়ে কথা বলব।’


সর্বশেষ সংবাদ