ঢাবিতে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ (ভিডিও)
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ মার্চ ২০১৯, ১২:৪৫ PM , আপডেট: ২৮ মার্চ ২০১৯, ১২:৪৫ PM
নিরাপদ ও বহিগতমুক্ত ক্যাম্পাসের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে সংহতি জানিয়ে যোগ দেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার ও সদস্য তানভির হাসান সৈকত।
আখতার হোসেন তার বক্তব্যে বলেন, তোমরা যে দাবিগুলো নিয়ে মানববন্ধন করছো, এটা ছাড়াও তোমাদের অসংখ্য দাবি থাকতে পারে। তোমাদের দাবিগুলো লিখিত আকারে আমাদের কাছে দাও। আমরা প্রশাসনের কাছে দাবিগুলো পেশ করব। তিনি আরও বলেন, কেউ ক্যাম্পাসে অসৎ উদ্দেশ্য নিয়ে আসলে আমরা সেটা বরদাশত করবো না।
আসিফ তালুকদার বলেন, আমরা প্রশাসনকে তোমাদের দাবি মানতে বাধ্য করবো। তোমাদের পুঞ্জিভূত ক্ষোভগুলো এক করো। আমরা বহিরাগতমুক্ত ক্যাম্পাস গঠনে বদ্ধপরিকর। তিনি আন্দোলনের সুযোগ নিয়ে যাতে কেউ যাতে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে সেদিকে শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলেন।
তানভির হাসান সৈকতও আন্দোলনকারীদের দাবিগুলো লিখিত আকারে প্রশাসনের কাছে দিতে অনুরোধ জানান। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তোমাদের সাথে থাকবো।
এরপর তারা রাজু ভাস্কর্য থেকে দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করে। এসময় তারা ‘দাবি মোদের একটাই, নিরাপদ ক্যাম্পাস চাই’, ‘আমাদের দাবি মানতে হবে’, ‘বহিরাগতমুক্ত ক্যাম্পাস চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বর, মল চত্বর, ব্যবসায় অনুষদ, শ্যাডো, মধুর ক্যান্টিন, সেন্ট্রাল লাইব্রেরি ঘুরে শেষ হয়।