ঢাবিতে সহিংসতা, ১০ বারেও দাখিল হয়নি তদন্ত প্রতিবেদন

  © ছবি: সংগৃহীত

গত বছর কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার ঘটনা ঘটে। এতে গাড়ি পোড়ানো, পুলিশের ওয়াকিটকি ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা চার মামলায় ১০ বারেও তদন্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশ। একারণে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য পরবর্তী দিন হিসেবে আগামী ২৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

রবিবার এসব মামলাগুলোর তদন্ত প্রতিবেদন দাখিল করার দিন ধার্য থাকলেও আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্তকারী কর্মকর্তা। সে জন্য নতুন দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী। আর এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের জিআর শাখার কর্মকর্তা কনস্টেবল বাবুল।

গত বছর কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে ঢাবি উপাচার্যের বাসায় হামলা চালানো হলে এতে ১০ এপ্রিল ঢাবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। বাকী তিনটি মামলা পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য ও শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে দায়ের করেন। এসব মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি।

প্রসঙ্গত, গত বছর ৮ এপ্রিল রাত ১ টার দিকে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাবি ভিসির বাসভবনে কে বা কারা হামলা চালায়। দুর্বৃত্তরা মূল গেট ভেঙে ভাঙচুর চালায় এবং গাড়ি পুড়িয়ে দেয়।


সর্বশেষ সংবাদ