ডাকসু নির্বাচন
অনশন করায় মারধর, হামলাকারীকে চিনলো না অন্ধ রবিউল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ০১:৫৫ AM , আপডেট: ২০ মার্চ ২০১৯, ০৭:৩৭ AM
ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে অনশনে অংশ নেওয়ার ‘অপরাধে’ মারধরের শিকার হয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী রবিউল ইসলাম। অন্ধ হওয়াতে রবিউল হামলাকারীকে চিনতে পারেনি। মঙ্গলবার দুপুরে মারধরের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা’ সূর্যসেন হলের এই আবাসিক ছাত্র।বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই ছাত্র ডাকসু নির্বাচনের সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
রবিউল বলেন, ‘মঙ্গলবার দুপুরে সূর্যসেন হলের নিজের কক্ষ (২০৯ নম্বর) থেকে তিন তলার একটি কক্ষে (৩২৬ নম্বর) যাচ্ছিলাম বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। পথিমধ্যে করিডরে আমার পথ আটকে একজন জানতে চান, আমি ডাকসুর পুনর্নির্বাচন দাবিতে অনশন করেছিলাম কি না। হ্যাঁ বলতেই তিনি আমাকে গালিগালাজ করেন ও কিল-ঘুষি মারতে শুরু করেন। করিডরে তখন কেউ ছিল না আর আমি অন্ধ হওয়ায় ওই লোককে চিনতে পারিনি।’
এ বিষয়ে জানতে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও হলের একাধিক আবাসিক শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
জানা যায়, গত ১২ মার্চ বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনশনে বসেন চার শিক্ষার্থী, যাদের তিনজন ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন। অনশনের দ্বিতীয় দিনে তাঁদের সঙ্গে যোগ দেন আরও দুই শিক্ষার্থী। পরে ১৪ মার্চ অনশনে যোগ দেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী রবিউল ইসলাম। অনশনের চতুর্থ দিনের মাথায় নির্বাচনে অনিয়মের সুষ্ঠু তদন্তের প্রতিশ্রুতিতে অনশন ভাঙেন রবিউলসহ অন্যরা।