গণতন্ত্র চর্চার সুযোগ করে দিতে ডাকসু নির্বাচন: প্রধানমন্ত্রী

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা  © ফাইল ফটো

শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্রের চর্চার পথ সুগম করে দিতে সরকার স্কুল-কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নির্বাচনের আয়োজন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নেতৃত্ব বিকাশের জন্যই দীর্ঘ ২৮ বছর ডাকসু  ও হল সংসদ বন্ধ থাকার পর আমরা এর নির্বাচন দিয়েছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা গণতন্ত্র চর্চা করতে শিখবে, অন্যের মত প্রকাশে বাধা হয়ে দাঁড়াবে না।

শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের সাথে সাক্ষাতের পর তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। এর আগে, বিকাল ৪টার মধ্যে ডাকসুর ভিপি নুরুর হক নুর, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেনসহ অন্যান্য নির্বাচিত প্রতিনিধিরা গণভবনে পৌছেন।

গণভবনে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আমরা ভবিষ্যৎ নেতৃত্ব খুঁজি কিন্তু এই নেতৃত্ব ছাত্র জীবন থেকে গড়ে না ওঠে, তাহলে কতুটুকু তা দেশকে দিতে পারবে। তাই আমরা স্কুল-কলেজে ছাত্র প্রতিনিধি নির্বাচন শুরু করে দিয়েছি। আমরা চাই শিক্ষার্থীরা স্কুল থেকে গণতন্ত্র চর্চা শুরু করুক। 

 

 


সর্বশেষ সংবাদ