ছবিতে ডাকসু নির্বাচন কেমন ছিলো (ফটো ফিচার)

ছাত্রলীগের হামলায় আহত ভিপি প্রার্থী নুর
ছাত্রলীগের হামলায় আহত ভিপি প্রার্থী নুর  © টিডিসি ফটো

অনিয়ম, কারচুপির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ ছাড়া প্রায় সব সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচন বাতিল ও পুনঃতফসিল দাবিতে প্রধান নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন পাঁচ প্যানেলের প্রার্থীরা।

এদিকে ডাকসু নির্বাচন পর্যবেক্ষণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষক এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘এই বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের অনিয়মের ঘটনাগুলো আমাদের খুবই লজ্জিত করেছে। এই ঘটনা জনগণের করের টাকায় পরিচালিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভাবমূর্তিকে চরমভাবে বিনষ্ট করেছে।” এ কারণে নির্বাচন স্থগিত ঘোষণা করে অবিলম্বে নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করার দাবি জানিয়েছেন তারা।

এছাড়া ডাকসু ও হল সংসদ নির্বাচনে অনিয়ম, কারচুপি, ভোট জালিয়াতির অভিযোগ এনে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী সাদা দলের শিক্ষকরা। সোমবার বিকালে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দ্যা ডেইলি ক্যাম্পাসের ফটো সাংবাদিকরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন পর্যকেক্ষণ করেছে। তাদের ক্যামেরা ধরা পড়ে ডাকসু নির্বাচনের বহু ঘটমান দৃশ্য। চলুন দেখা যাক, ছবিতে ডাকসু নির্বাচন কেমন ছিলো—

রোকেয়া হলে ব্যালট পেপারসহ বাক্স উদ্ধার করা হয়

 

 ব্যালট পেপারে ভর্তি বাক্স ভাঙছে শিক্ষার্থীরা

 

সীল মারা ব্যালট পেপার শূণ্যে ছুড়ে দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

 

সকাল সাড়ে আটটার দিকে সিলসহ ব্যালট পেপারের বাক্স উদ্ধার করে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মো. সামাদ ওই হলে গেলে তার গাড়ি ঘেরাও করে প্রতিবাদ করে শিক্ষার্থীরা

 

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে উপ-উপাচার্যের কথোপকথন

 

  রোকেয়া হলে তিনটি ব্যালট বাক্স সরিয়ে ফেলার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ
ডাকসু ভোটে কারচুপির প্রতিবাদে ছাত্রীরা
পুলিশ নিষ্ক্রিয় ভূমিকায় থাকায় এক পুলিশ সদস্যকে তিরষ্কার করছেন শিক্ষার্থীরা
ভোটের আগে সিল মারা ব্যালট পেপার
ভোট দেয়ার জন্য শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা 
ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান ব্রিফিং শেষে রোকেয়া হল থেকে বের হওয়ার পথে লাঞ্ছিত হয়েছেন শিক্ষার্থীদের হাতে।

 

রোকেয়া হলে ব্যালট বাক্স সরিয়ে ফেলার খবরে সেখানে ভিপি প্রার্থী নুরুল হক নুর গেলে তার উপর হামলা চালানো হয়
ছাত্রলীগ ছাড়া প্রায় সব ছাত্র সংগঠনের ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা। কাল থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক

 

নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে ছাত্রদল
‘নির্বাচন বাতিল ছাড়া আন্দোলন প্রত্যাহার নয়’ দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে ছাত্রসংগঠনগুলো
সোমবার বিকালে মধুর ক্যান্টিনে ছাত্রলীগের জরুরী সংবাদ সম্মেলন। পুনঃনির্বাচনের দাবিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য ছাত্রলীগ সভাপতির
পুনঃনির্বাচনের দাবিতে ছাত্র সংগঠনের ভিসি বাসভবনের সামনে আন্দোলন

 

সীল মারা ব্যালট পেপার নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
ডাকসু নির্বাচনে ভোট দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছাত্রদলের সূর্যসেন হল শাখার  যুগ্ম আহ্বায়ক শামীম আক্তার শুভ।

 

নির্বাচনে জিতে বঙ্গবন্ধু হলের ছাত্রলীগের প্রার্থী সমর্থকদের উল্লাস

 

ডাকসু নির্বাচনকে প্রহসন বলে মন্তব্য সাবেক শিক্ষার্থীদের

 

 


সর্বশেষ সংবাদ