ডাকসু ও হল সংসদ নির্বাচন
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ছাত্রলীগের ৫০ প্রার্থী!
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৮ PM , আপডেট: ০২ মার্চ ২০১৯, ১০:০৫ PM
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার এ তালিকা সংশ্লিষ্ট হল এবং ওয়েবসাইটে (ducsu.du.ac.bd) প্রকাশিত হয়েছে।
প্রার্থীদের প্রাথমিক তালিকা অনুযায়ী, হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন ৫০ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে একজন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৪ জন, সম্পাদকীয় পদে ২৩ জন এবং সদস্য পদে ২২ জন রয়েছেন। ১৮টি হলে ১৩টি করে মোট ২৩৪টি পদ রয়েছে। ফলে হল সংসদে কেবল ১৮৪টি পদে নির্বাচন হচ্ছে। একক প্রার্থী থাকা পদগুলোর প্রায় সব কটিতেই নির্বাচন করছেন ছাত্রলীগ মনোনীত প্রার্থীরা।
আরো দেখুন: ডাকসুর ভিপি-জিএস ছিলেন যারা
এদিকে ডাকসু নির্বাচনের প্রকাশিত খসড়া প্রার্থী তালিকা অনুযায়ী, ডাকসুতে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১২ জন, এজিএস পদে ১৩ জন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে ১১ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৯ জন, কমনরুম ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৯ জন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১৩ জন, সাহিত্য সম্পাদক পদে ৮ জন, সংস্কৃতি সম্পাদক পদে ১২ জন, ক্রীড়া সম্পাদক পদে ১১ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১০ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৫ জন এবং ১৩টি সদস্য পদের বিপরীতে ৮৮ জন নির্বাচন করবেন। খসড়া প্রার্থী তালিকা থেকে বাদ পড়ছেন ভিপি পদে ১জন, জিএস পদে ২ জন এবং সদস্য পদে ৪ জন।
আরো দেখুন: স্কুলেই ফেসবুক ব্যবহার করে ৩০ শতাংশ শিক্ষার্থী
অন্যদিকে হলগুলোতে ১৮টি হলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৬৪ জন। এর মধ্যে অমর একুশে হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১টি ভিপি পদের বিপরীতে সর্বোচ্চ ৬ জন করে প্রতিদ্বন্দ্বীতা করছেন। জিএস পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৫৭ জন। এর মধ্যে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সর্বোচ্চ ৬ জন জিএস পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
বুধবার দুপুরে হল সংসদের প্রার্থী তালিকা সংশ্লিষ্ট হলের নোটিশ বোর্ডে দেওয়া হয়। অন্যদিকে ডাকসুর ভোটার তালিকা দুপুর ১২টার মধ্যে প্রকাশ করার কথা থাকলেও তা সন্ধ্যা পৌনে সাতটার দিকে ডাকসুর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকার বিষয়ে কোন প্রার্থীর আপত্তি থাকলে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে ডাকুস’র সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নিকট লিখিতভাবে অবহিত করতে হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২ মার্চ দুপুর ১টা পর্যন্ত। এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা গ্রহণ করা হয়।
আগামী ১১ মার্চ সকাল ৮টা হতে অপরাহ্ণ ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট হলের ভোটার (আবাসিক ও অনাবাসিক) তার নিজ হলের ভোট কেন্দ্রে বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোট প্রদান করবে। ভোট গ্রহণের পর ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
আরো দেখুন: শোভন নয়, আচরণবিধি লঙ্ঘনের দায় বহিরাগতদের: ছাত্রলীগ