চকবাজার ট্রাজেডি

কাউসারের যমজ শিশুর জন্য অর্থ সংগ্রহে ঢাবি শিক্ষার্থীরা

চকবাজারে অগ্নিকান্ডের ঘটনায় নিহত ঢাবি ছাত্র কাউসার আহমেদ এবং তার দুই যমজ শিশু
চকবাজারে অগ্নিকান্ডের ঘটনায় নিহত ঢাবি ছাত্র কাউসার আহমেদ এবং তার দুই যমজ শিশু  © টিডিসি ফটো

রাজধানী ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র কাউসার আহমেদ নিহত হওয়ার পর তার পরিবারের পাশে দাড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তার যমজ দুই সন্তানের জন্য ফান্ড করতে অর্থ সংগ্রহ করা হচ্ছে। এ অর্থ কাউসারের দুই সন্তানের জন্য ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে।

নিহত কাউসার আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৩-২০১৪ বর্ষের ছাত্র ছিলেন। তিনি পবিত্র কোরআনের হাফেজ। তার মৃত্যুর পর শোকের ছায়া নেমে আসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে। কাউসার আহমেদের দুটি ফুটফুটে যমজ শিশুও রয়েছে।

গত ২১ ফেব্রুয়ারি রাতে চকবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাউসার নিহত হওয়ার পরদিন থেকেই অর্থ সংগ্রহ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ফেসবুক গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’র উদ্যোগে এ অর্থ সংগ্রহ করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি)  বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এতে সহযোগিতা করছে।

ফেসবুকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’র অ্যাডমিন সাদমান শাকিলের দেওয়া তথ্যানুযায়ী, কাউসারের যমজ শিশুর জন্য গতকাল শুক্রবার দ্বিতীয় দিনে মোট ৬৪ হাজার ৯৫৩ টাকা সংগ্রহ করা হয়েছে। গত বৃহস্পতিবারের সংগ্রহ মিলিয়ে দুদিনে প্রায় এক লাখ ২৩ হাজার ৩২৪ টাকা সংগ্রহ হয়েছে। আজ থেকে ‘স্ট্রিট কালেকশন’ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

এক পোস্টে কাউসারের দুই যমজ শিশুর জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছে সাদমান শাকিল বলেছেন, প্রত্যেকটা হল, ডিপার্টমেন্ট থেকে ফান্ড সংগ্রহ করে মোট অর্থ দুই শিশুর নামে ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে। অর্থ সংগ্রহ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে কাউসারের স্ত্রীর হাতে তা তুলে দেওয়া হবে।

ফেসবুক পোস্টে বিকাশ ও রকেটের মাধ্যমে টাকা পাঠানোরও অনুরোধ জানানো হয়েছে। যারা টাকা পাঠাতে চাচ্ছেন তারা ‘Bkash(Personal Number) 
01846954543(সাদমান সাকিল)
01737644931 (Sanwarul Haque Sony)
01719398578(মাহমুদ)
01521463066(সুজন)

এবং Rocket Number(Personal)
019676500543(দিগার)
015152142672(এমরান)’ অ্যাকাউন্টগুলোতে টাকা পাঠাতে পারবেন।

ফেসবুক পোস্ট

 


সর্বশেষ সংবাদ