ডাকসু নির্বাচন
২২ ফেব্রুয়ারি প্যানেল, জোর প্রচারণায় কোটা আন্দোলনকারীরা
- মোতাহার হোসেন, প্রদায়ক
- প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:১৬ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৭ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছে কোটা সংস্কার আন্দোলনে গড়ে ওঠা প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীরা। আগামী ২২ ফেব্রুয়ারি নিজেদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে বলে জানায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক বনি ইয়ামিন মোল্লা।
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তারা পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কোটা আন্দোলনকারী নেতা-কর্মীরা আয়োজন করছে সভা সমাবেশ, সাংবাদিক সম্মেলন। এসময় তারা সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করছে নিজেদের দাবি সম্বলিত লিফলেট-পোস্টার।
আজ মঙ্গলবার সরেজমিনে কোটা আন্দোলনকারী নেতাদের ক্যাম্পাসের নানা জায়গায় প্রচারণা করতে দেখা গেছে। পুরো ক্যাম্পাসে তাদের প্রচারণা থাকলেও বিশেষ করে কলাভবন, কেন্দ্রীয় লাইব্রেরি, টিএসসিতে তাদের প্রচারণা চোখে পড়ার মতো ছিল।
ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক বনি ইয়ামিন মোল্লা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা ক্যাম্পাসে আমাদের প্রচারণা ভালভাবে চালাচ্ছি। আমরা স্বতন্ত্রভাবে নির্বাচনে যাচ্ছি। এসময় তিনি জানান, ‘আগামী ২২ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।’
স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে কোন জোটে নির্বাচন করবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু আমাদের নিজেদের প্লাটফর্ম আছে সেহেতু আমরা কোনো জোটের সাথে নির্বাচনে যাবো না। আমরা এককভাবে নির্বাচনে যাবো।’