মহান একুশ ও প্রভাতফেরি উদযাপনে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:১৭ PM , আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৩৯ PM
মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এবং আজিমপুর কবরস্থানে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের সকল অনুষ্ঠানের ব্যবস্থাপনার প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বছর যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে দিবসটি পালনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের উদ্দেশ্যে একটি ‘অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি’ এবং বিভিন্ন সাব-কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় সমন্বয় কমিটি দিবসটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পালনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রাচার অনুযায়ী একুশের প্রথম প্রহরে পুস্পার্ঘ্য অর্পণের উদ্দেশ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীমূল প্রস্তুত করা হয়েছে।
এবারের মহান একুশে ফেব্রুয়ারির নিরাপত্তা, সতর্কতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখার স্বার্থে সমন্বয় কমিটি কর্তৃক গৃহীত সকল কর্মসূচির সফল বাস্তবায়নে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ইতোমধ্যেই সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেছেন।
ঢাবি উপাচার্যের নেতৃত্বে প্রভাতফেরি: ২১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৬টা ৩০মিনিটে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থান হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গমন ও পুস্পস্তবক অর্পণ।
বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মসূচী: বৃহস্পতিবার বাদ জোহর অমর একুশে হলে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, বিশ্ববিদ্যালয় মসজিদুল জামিয়া, সকল হলের মসজিদ এবং বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত/শান্তি কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনা অনুষ্ঠিত হবে।
এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার ও আজিমপুর কবরস্থানে যাতায়াতের জন্য একটি রুট-ম্যাপও প্রণীত হয়েছে। তা যথাযথভাবে অনুসরণ করার জন্য কমিটির পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আরো দেখুন: ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে যাতায়াত করবেন যেভাবে