ঢাবির ৬ শিক্ষার্থী পেল দেলোয়ার হোসেন ট্রাস্ট বৃত্তি

বৃ্ত্তি প্রদান অনুষ্ঠানে উপাযার্যের সাথে শিক্ষার্থীরা
বৃ্ত্তি প্রদান অনুষ্ঠানে উপাযার্যের সাথে শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কলা, সামাজিক বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী অনুষদভুক্ত বিভাগসমূহে ১ম বর্ষে (সম্মান) অধ্যয়নরত অসচ্ছল ও মেধাবী চার শিক্ষার্থী ‘অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন ট্রাস্ট ফান্ড বৃ্ত্তি পেয়েছে ।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭ সালের বিএ (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ১ ছাত্রীসহ ঢাকা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের  ২ শিক্ষার্থী ‘অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন বৃত্তি’ লাভ পায় । সোমবার উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

বৃত্তিপ্রাপ্তরা হলেন যথাক্রমে- বিপ্লব বাড়ৈ (সংস্কৃত বিভাগ), মো. সফিউল্লাহ শেখ (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ), সর্বাণী বিশ্বাস (ইংরেজি বিভাগ), উমাইয়া আক্তার তূর্না (উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ), তৌহিদুল আলম রায়হান ও রৌনক ঝুমু (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) , মো. শামীম শাহরিয়ার ও তিলোত্তমা দত্ত (এমবিবিএস ৩য় বর্ষ)।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে বিভিন্ন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে আর্থিক সাহায্য-সহযোগীতা করতে পেরে আমরা আনন্দিত।


সর্বশেষ সংবাদ