তফসিলকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের মিছিল

ডাকসু নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে ক্যাম্পাসে মিছিল ছাত্রলীগের
ডাকসু নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে ক্যাম্পাসে মিছিল ছাত্রলীগের

গণতান্ত্রিক, জ্ঞানভিত্তিক, নির্বাচিত নেতৃত্বের ছাত্ররাজনীতি ও সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশার বিশ্ববিদ্যালয়ের জন্য ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণাকে শুভেচ্ছা জানিয়েছে ছাত্রলীগ। আজ সোমবার ক্যাম্পাসে মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। দুপুর মধুর ক্যান্টিন থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

মিছিল শেষে বেলা সাড়ে তিনটার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি গোলাম রাব্বানী বর্তমানে ডাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় আছে বলে দাবি করেন। ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, তথাকথিত বামপন্থী ছাত্র সংগঠনগুলো নির্বাচনকে ভয় পায়, ছাত্রদের রায়কে ভয় পায়। এজন্য তারা ডাকসু নির্বাচনের পরিবেশকে বারবার ব্যর্থ করে দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত, সোমবার সকালে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিলে অধিকাংশ ছাত্র সংগঠনগুলোর দাবিকে অগ্রাহ্য করা হয়েছে বলে দাবি করেছে ছাত্রদলসহ বাম ছাত্র সংগঠনগুলো।


সর্বশেষ সংবাদ