ঘ ইউনিটের পরীক্ষা ও ফল বাতিলের দাবিতে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বিক্ষোভ
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৮, ০১:২০ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০১:২০ PM
প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতের অভিযোগ ওঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ও ফল বাতিলসহ তিনদফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা টিএসসির সামনে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ করে। তাদের দাবিগুলো হলো ‘ঘ’ ইউনিটের পরীক্ষা পুনরায় নেওয়া, প্রশ্নফাঁসে জড়িত মূল হোতাদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা এবং বিগত বছরগুলোতে জালিয়াতি করে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভর্তি বাতিল করা।
সমাবেশে আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ভর্তি পরীক্ষা বাতিল করা না হলে ক্যাম্পাসে তালা ঝুলবে।
প্রসঙ্গত, ১২ অক্টোবর ঢাবি ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করে। কমিটি একজন ভর্তিচ্ছুর মোবাইলে সকাল ৯টা ১৭ মিনিটে প্রশ্ন পাওয়ার প্রমাণ পায়। তা সত্ত্বেও পরীক্ষা বাতিল না করে ১৬ অক্টোবর ফলপ্রকাশ করা হয়। এদিন থেকে বিভিন্ন সংগঠন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ও ফল বাতিলের দাবি করতে থাকে।