ঢাকা বিশ্ববিদ্যালয়

‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল এবং সামাজিক বিজ্ঞানের ডিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে আয়োজিত সমাবেশে এই দাবি জানায় শিক্ষার্থীরা।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগেই উত্তরসহ একটি প্রশ্নপত্র সাংবাদিকদের হাতে আসে। সেটি সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সোহেল রানাকে দেখান। পরীক্ষা শেষে হাতে লিখিত প্রশ্নপত্রের সঙ্গে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রের মিল পাওয়া যায়।

প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থী এবং ভর্তিচ্ছুরা। পরীক্ষার আগে পর্যাপ্ত নিরাপত্তার কথা বলা পরেও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে সামাজিক বিজ্ঞানের ডিন কে পদত্যাগ করার দাবি জানায় বিক্ষোভকারী শিক্ষার্থীরা। 

এসময় শিক্ষার্থীরা ‘ঘ ইউনিটের প্রশ্ন কে দিয়েছে?’, ‘ঢাবি প্রশ্নফাঁসের সাথে কারা জড়িত?’, ‘ঘ ইউনিটের পরীক্ষা বাতিল করে পুনরায় নিতে হবে’, ‘প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিচার করতে হবে’, ‘প্রশ্নফাঁসের মূলহোতাদের গ্রেফতার করো’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আবু রায়হান খান বলেন, ‘পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রশ্নফাঁস হয়েছে, যার প্রমাণ সাংবাদিকদের কাছে আছে। কিন্তু প্রশাসন তা তদন্তের আগেই অস্বীকার করেছে। আমরা এই পরীক্ষা বাতিল চাই। পরীক্ষা বাতিল না করা হলে মেধাবীরা বঞ্চিত হবে।’

সমাবেশে ‘ঘ’ ইউনিটের পরীক্ষার্থী মুজাক্কের হোসেন বলেন, ‘আমরা নিজের মেধাকে যাচাই করতে চাই। এটা কোনও পরীক্ষা হয়নি। পরীক্ষার নামে আমাদের সঙ্গে প্রহসন করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রসাশনকে পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানাই।’


সর্বশেষ সংবাদ