ঢাবিতে মায়ের কোলে করে ভর্তি পরীক্ষা দিতে আসা হৃদয় চান্স পেয়েছে
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৫ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৫ PM
মায়ের কোলে করে পরীক্ষা দিতে আসা হৃদয় সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধাক্রমে ৩৭৪০ তম হয়েছেন। মেধায় পাশ করলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধি কোটা পাওয়া যায়। আর তাই আশা করা হচ্ছে, তিনি ঢাবির ভালো একটি সাবজেক্টে পড়ার সুযোগ পাবেন।
হৃদয় সরকারের বাড়ি নেত্রকোনায়। তার সমস্যা হলো সে হাঁটতে পারেনা। এছাড়া তার হাতের সব আঙ্গুলও কাজ করেনা। তাই মা ছেলেকে কোলে করে নিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে।
ভর্তি পরীক্ষার দিন মায়ের কোলে হৃদয় সরকারের এক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছবিটি তুলেন ঢাবির মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এম এ আল মামুন। এ বিষয়ে ঢাবির নেত্রকোনা জেলার এক শিক্ষার্থী বলেন, ‘ফেসবুকে আমিও ওই ভাইয়ার ছবি দেখেছি। আমাদের এলাকাতেই তাদের বাড়ি। ছোট থেকেই দেখে আসছি তার মায়ের কোলে চড়েই স্কুল-কলেজে আসা যাওয়া করে। এখন পর্যন্ত তাকে যতবার দেখেছি তার মায়ের কোলেই দেখেছি।’
জানা যায়, কলেজে থাকতে প্রতিদিন মা হৃদয়কে কলেজের চতুর্থ তলার উপরে উঠাতো আর নামাতো। মায়ের জোরেই সে এই পর্যন্ত এসেছে এবং এবার এইচএসসি পরীক্ষাতে ৪.৫০ পেয়েছে। আর ঢাবির ভর্তি পরীক্ষাতেও ভালোই করেছে।