ক্যাম্পাসে বহিরাগতদের অবস্থান
ঢাবি কর্তৃপক্ষের বক্তব্য গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে: ছাত্র ইউনিয়ন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ জুলাই ২০১৮, ০৫:১৯ PM , আপডেট: ১০ জুলাই ২০১৮, ০৫:৪৪ PM
কোটা সংস্কার আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কথিত পড়াশোনার পরিবেশ ও সাধারণ জীবনযাপনে বিঘ্ন ঘটিয়েছে এমন অভিযোগের তীব্র নিন্দা জানান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদ।
গত বৃহস্পতিবার ঢাবি প্রোভোস্ট কমিটির এক সিদ্ধান্তে জানানো হয় যে, বহিরাগতদের বিনা অনুমতিতে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ, ঘোরাঘুরি, অবস্থান করতে দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
মঙ্গলবার সংগঠনের সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ এবং সাধারণ সম্পাদক রাজীব দাস যৌথ এক বিবৃতিতে বলেন, বিশ্ববিদ্যালয় অবশ্যই শিক্ষার্থীদের জন্য। কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের অবস্থান নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যে বক্তব্য তা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য এবং গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।
তারা বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বর্তমান পরিস্থিতিতে তার ব্যর্থতা আড়াল করে সাধারণ শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে তাদের উপর সিদ্ধান্ত জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এ বিবৃতিতে অবিলম্বে কোটা সংস্কার আন্দোলনকারীদের দমন না করে তাদের উপর হামলাকারীদের বিচারের আওতায় এনে বিশ্ববিদ্যালয়ের সার্বিক গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদ।