ঢাবির অাইন অনুষদ
পরীক্ষা বর্জন করে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ জুলাই ২০১৮, ০৫:৪৫ PM , আপডেট: ০৯ জুলাই ২০১৮, ০৫:৪৫ PM
কোটা সংস্কার আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র তারিকুল ইসলামের ওপর নির্যাতন, মিথ্যা মামলা প্রত্যাহার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে পরীক্ষা বর্জন করে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কাজী মোতাহার হোসেন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, সোমবার বিভাগের প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত ফার্স্ট টার্ম পরীক্ষা থাকলেও শিক্ষার্থী বর্জন করায় পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাইমা হক বলেন, তারিকুল এই বিভাগের শিক্ষার্থী। তাই শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির সঙ্গে একমত হয়ে আমরা তাদের সঙ্গে সংহতি জানাচ্ছি।
অধ্যাপক আসিফ নজরুল বলেন, তারিকুলকে একটি ন্যায্য দাবির আন্দোলন থেকে ছাত্রলীগ মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এরপরে একটি পুরোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। যেটা পুরোপুরি অসঙ্গতিপূর্ণ। এ রকম একটা ঘটনায় আমরা বিবেকবান মানুষ হিসেবে চুপ করে থাকতে পারি না। তাই শিক্ষার্থীদের সঙ্গে এখানে এসে দাঁড়িয়েছি।
প্রসঙ্গত, ২ জুলাই শহীদ মিনারে বিক্ষোভ মিছিল থেকে তারিকুলকে ছাত্রলীগ তুলে নিয়ে থানায় সোপর্দ করে। এরপর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বাসভবন ভাঙচুর মামলায় কেরানীগঞ্জ থানায় গ্রেফতার দেখানো হয়।