আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বুটেক্স

  © টিডিসি ফটো

ডি-ও-ই-সিইউডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বুটেক্সডিসি বুনন। শুক্রবার থেকে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)। এতে সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিল পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম (ডি-ও-ই)।

এ প্রতিযোগিতায় সারা দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। শনিবার ফাইনাল বিতর্কে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসকে ৯-০ ব্যালটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের এ দলটি। প্রতিযোগিতায় বিজয়ী বুটেক্সডিসি বুননের সদস্যরা হলেন, এস এ সাগর, নাঈম মাহমুদ এবং মুজাহিদ রুম্মান। ডিবেটার অফ দ্য ফাইনাল হয় বুটেক্সডিসির নাঈম মাহমুদ।  

‘আসুন বায়ু  দূষণ রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৫ জুন উদযাপিত হয় বিশ্ব পরিবেশ দিবস। তারই ধারাবাহিকতায় শুক্র-শনিবার দুই দিনব্যাপী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ