ছেলের মোবাইলে লুডু খেলা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল বাবার
কক্সবাজারের পেকুয়ায় মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে ছেলের সঙ্গে প্রতিপক্ষদের সংঘর্ষ মিটাতে গিয়ে ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম আব্দুল মালেক (৪৫)। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
রবিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে এক চায়ের দোকানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, লুডু খেলাকে কেন্দ্র করে ওই এলাকার আব্দুল মালেকের ছেলে পারভেজের সঙ্গে একই এলাকার নুরুল আমিনের ছেলে হেনার ঝগড়া হয়। তখন চিৎকার শুনে এগিয়ে আসেন পারভেজের বাবা। অপর দিক থেকে আসেন হেনার বাবা নুরুল আমিন। সংঘর্ষের এক পর্যায়ে হেনা ও তার বাবা নুরুল আমিন পারভেজের বাবাকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।
আরও পড়ুনঃ ছাত্রীকে বিবস্ত্র করে নিপীড়নের ঘটনা আড়ালের চেষ্টা করেন ছাত্রলীগ সভাপতি
এসময় স্থানীয়রা দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য ক্নিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন।
পেকুয়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু শুয়েব সবুজ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মালেকের মৃত্যু হয়। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। হামলার শিকার আহত তিনজনের চিকিৎসা চলছে।
পেকুয়া থানার ওসি ফরহাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।