বাঁশঝাড়ে ঝুলছিল স্কুলছাত্রের নিথর দেহ

জিসানের মরদেহ নিয়ে স্বজনের আহাজারি
জিসানের মরদেহ নিয়ে স্বজনের আহাজারি  © সংগৃহীত

বগুড়ার কাহালুতে বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ আগস্ট) দড়িতে প্যাঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। জিসান (১২) উপজেলার বরংগাশনি গ্রামের আব্দুর রহিমের ছেলে। সে বরংগাশনি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন এ তথ্য নিশ্চিত জানিয়েছেন। পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, মাদ্রাসায় ভর্তি করানোর কথা ছিল জিসানকে। দুপুরে সে বের হয় বাড়ি থেকে। কিন্তু না ফেরায় তার মা খুঁজতে থাকেন।

আরো পড়ুন: যেভাবে উদ্ধার হলো আলোচিত শিক্ষিকা খাইরুন নাহারের মরদেহ

এ সময় বাঁশঝাড়ে জিসানকে ঝুলতে দেখেন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জিসানের মা নাসিমা বেগমের দাবি, ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে দড়ি প্যাঁচিয়ে রাখা হয়েছে গলায়। ওসি আরও বলেন, মরদেহের গলায় দাগ রয়েছে। অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।


সর্বশেষ সংবাদ