ফেসবুকে সরকারকে কটূক্তি, ডিজিটাল আইনে যুবক গ্রেপ্তার

মো. তাজুল ইসলাম
মো. তাজুল ইসলাম  © সংগৃহীত

নোয়াখালীর হাতিয়াতে ফেসবুকে সরকারবিরোধী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার দায়ে মো. তাজুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১০ আগস্ট) বিকেলে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

গ্রেপ্তার তাজুল ইসলাম তপন হাতিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীদিয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, তাজুল ইসলাম তপন দীর্ঘ দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকার বিরোধী নানা মন্তব্য করে আসছিলেন। মঙ্গলবার রাতে স্থানীয় জনতা তাজুল ইসলামকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক দেখিয়ে হাতিয়া থানায় নিয়ে আসে।

আরও পড়ুন: আজ আমার মন খারাপ— স্ট্যাটাস দিলেও শাস্তি হতে পারে

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, প্রাথমিকভাবে আমরা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও সরকারবিরোধী মন্তব্যের প্রমাণ পেয়েছি। তাই ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। 


সর্বশেষ সংবাদ