১৮ জুলাই ২০২২, ০৮:৩৪

ব্রাহ্মণবাড়িয়ায় বাথরুম তৈরি নিয়ে দুই পরিবারের সংঘর্ষ, যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংঘর্ষে আহত কয়েকজন  © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাথরুম নির্মাণকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আক্তার মিয়া নামে এক যুবক নিহত হয়েছন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। রোববার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গুনিয়াউক গ্রামে এ ঘটনা ঘটে। আক্তার মিয়া (৩৯) ও গ্রামের খুরশেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, আক্তার মিয়া ও দুলাল মিয়া চাচাতো ভাই। এক মাস আগে দুলাল মিয়ার জায়গা দখল করে আক্তার ও তার লোকজন। দুলাল বিষয়টি ইউপি সদস্য মালেকসহ মুরব্বিদের জানান। জায়গা দখলমুক্ত করে দেওয়ার আশ্বাসও দেন তারা। কিন্তু সপ্তাহ পেরিয়ে গেলেও দখলমুক্ত হয়নি। বরং ওই জায়গার দুটি বাথরুম নির্মাণ করে আক্তার মিয়া ও তার লোকজন।

এ নিয়ে বিরোধ দেখা দিলে স্থানীয়রা দুইপক্ষকে নিয়ে ১৯ জুলাই সালিশে বিষয়টি নিষ্পত্তির কথা বলে। কিন্তু আক্তারের লোকজন বিষয়টি অমান্য করে দুলাল মিয়ার লোকদের ওপর হামলা করে। এতে নারীসহ ২৫ জন আহত হন। সংঘর্ষে গুরুতর আহত আক্তারকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আরো পড়ুন: বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন কলেজছাত্রী

আহতরা হলেন দুলাল মিয়া, সরাজ মিয়া, মিলন মিয়া, সবুজ মিয়া, ফারহান মিয়া, লিটন মিয়া, বিল্লাল মিয়া, লায়েছ মিয়া, আলফাজ মিয়া, আরমান মিয়া, ফয়সাল মিয়া, শাহীন মিয়া, কামরুল মিয়া, রত্না বেগম, নেকজাহান বেগম, রাজনাহার বেগম, মোছা রংমালা, লিয়াকত আলী, মো. মাহবুব সরকার ও সুফিয়া বেগম।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, আপন চাচাতো ভাইদের মধ্যে জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আক্তার মিয়া নিহত হয়েছেন বলে শুনেছি। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।