রাজধানীতে ছাত্র ইউনিয়ন নেতা সাদাতের লাশ উদ্ধার
ছাত্র ইউনিয়নের নেতা সাদাত মাহমুদ আত্মহত্যা করেছেন। রাজধানীর ধানমন্ডি এলাকায় নিজেদের বাসায় তার লাশ পাওয়া যায়। বুধবার (৩০ জুন) দুপুরে তাঁর আত্মহত্যার বিষয়টি বুঝতে পারে পরিবার। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। সাদাত ছাত্র ইউনিয়নের একাংশের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
বুধবার এশার নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে সাদাতকে। করোনাকালে শিক্ষার্থীদের ৫০ শতাংশ টিউশন ফি মওকুফের আন্দোলনে অংশ নেওয়ায় ২০২০ সালের নভেম্বরে তাকেসহ দুই ছাত্রকে বহিষ্কার করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। একই বছরের সেপ্টেম্বরে বেইলি রোডে ধর্ষণবিরোধী গ্রাফিতি আঁকার সময় সাদাতসহ দুই নেতাকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ।
ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় সহসভাপতি অনিক রায় বলেন, ধানমন্ডিতে নিজ বাসায় সাদাত মাহমুদ আত্মহত্যা করেছেন। দুপুরে তাঁর পরিবার বিষয়টি বুঝতে পারে। সাদাত কীভাবে আত্মহত্যা করেছেন, তাঁর পরিবার এসব নিয়ে কিছু বলেনি। তাঁরাও কথা বলে বিরক্ত করতে চাননি।
আরো পড়ুন: শিক্ষককে পিটিয়ে হত্যাকারী জিতু গ্রেপ্তার
অনিক রায় বলেন, ছোটবেলা থেকেই ট্রমাটিক অ্যাটাক হতো সাদাতের। দীর্ঘদিন চিকিৎসা চলছিল, জটিলতাগুলো কাটিয়েও উঠেছিলেন। তাই আত্মহত্যাটা খুবই অপ্রত্যাশিত। আন্দোলনের কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছিল ইউল্যাব থেকে। এটা মানসিক চাপ তৈরি করেছিল।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক দিন ধরে ভর্তি হওয়ার চেষ্টা করেও ভর্তি হতে পারছিলেন না তিনি। তাঁর পড়াশোনা আটকে যায়। সপ্তাহখানেক আগে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ক্লাস শুরু করেছিলেন। সর্বশেষ স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী।