২৯ জুন ২০২২, ০৯:১১

স্বামী মারধরের পর তিনদিন হদিস নেই শিক্ষিকার

খুলনার বয়রায় স্কুলশিক্ষিকা শিমুকে মারধর করে তার স্বামী  © প্রতীকী ছবি

খুলনার বয়রায় স্কুলশিক্ষিকা আফসানা শারমিন শিমু (৪২) তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার স্বামী আব্দুর রহিম শিকদারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তিনি ইন্টারনেট পার্টস ব্যবসায়ী ও বয়রা কলেজ রোডে সাত্তার ঢালি লেনের বাসিন্দা।

শিক্ষিকার মা মোসা. হালিমা খাতুন জানায়, গত ২৫ জুন রাতে শিমুকে মারধর করে বের করে দেওয়া হয়। এরপর থেকে নিখোঁজ রয়েছে সে। থানায় অভিযোগ করলে আব্দুর রহিমকে জিজ্ঞাসাবাদ করলেও তার সন্ধান পায়নি পুলিশ। 

আরো পড়ুন: উৎপলকে মারধরের পর শিক্ষক-শিক্ষার্থীদের উল্টো শাসিয়ে যান জিতুর বাবা

স্কুলের পরিচালক মো. জাহাঙ্গীর ইসলাম জানান, শিমু একজন অভিজ্ঞ শিক্ষক। তিনদিন ধরে তিনি স্কুলে আসছেন না। এতে সহকর্মীরা উদ্বিগ্ন।

সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক উত্তম কুমার মিত্র জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। ২৫ জুন রাতে ওই শিক্ষিকা ঘর থেকে বের হয়ে যান। এরপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না তার। মোবাইল ফোনও বাড়িতে রেখে গেছেন।