একসঙ্গে বিষপানে প্রেমিকার মৃত্যু, চিকিৎসাধীন প্রেমিকের বিরুদ্ধে মামলা
যশোরের চৌগাছায় কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে প্রেমিক-প্রেমিকা। এতে প্রেমিকা মীম (১৪) মারা গেছে। এ ঘটনায় হত্যার অভিযোগে প্রেমিক টগর, তাঁর ভাই ও মায়ের বিরুদ্ধে মামলা করেছেন কিশোরীর মা। রোববার যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন পারভীন বেগম।
প্রেমিক টগর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার বিকেলে বিষয়টি জানান বড় ভাই সাগর হোসেন। গত ৮ জুন সকালে উপজেলার জগদীশপুর-মির্জাপুর ইসমাইল হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
মীম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আনোয়ার হোসেনের মেয়ে। জগদীশপুরে মায়ের সঙ্গে মামা বাড়িতে থেকে লেখাপড়া করত সে। ৮ জুন পরীক্ষার আগে বিদ্যালয়ের পেছনে সে ও তার টগর কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টার করে।
আরো পড়ুন: ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ পোস্ট দিয়ে আত্মহত্যার চেষ্টা ঢাবি ছাত্রীর
১০ জুন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় মীম। যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সালমান আহমেদ শুভ মামলার অভিযোগটি গ্রহণ করে এজাহার হিসেবে নেওয়ার জন্য চৌগাছা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, উভয়ে একসঙ্গে আগাছানাশক পান করার পর প্রায় ৩০ মিনিট পরীক্ষা দিয়ে মীম অসুস্থ হয়ে পড়ে। টগর পুরো পরীক্ষা দেয়। মীমকে হাসপাতালে নেন শিক্ষকেরা। পরিবারের সদস্যরা হাসপতালে নেন টগরকে। টগর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তাঁর বড় ভাই ছবি এবং হাসপাতালে ভর্তির রেজিস্টারের কপিও দিয়েছে।